জাফলংয়ে ইসিএ ব্যবস্থাপনায় কমিটির সভা ॥ পরিবেশ রক্ষায় সকলকে জনসচেনতার আহ্বান

34

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে ইসিএ ব্যবস্থাপনার বিষয়ে ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জাফলং ইসিএ কমিটির সদস্য ও এলাকার সচেতন মানুষের উপস্থিতিতে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবুর সভাপতিত্বে ও ইউপি সচিব কামরুজ্জামান’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
সভায় ইসিএ ঘোষিত জাফলংয়ের পরিবেশ রক্ষায় বোমা মেশিন বন্ধ ও ক্রাশার মেশিন স্থানান্তরসহ পর্যটক বান্ধব নগরী গড়ে তুলতে এলাকার সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশ বিধ্বংসীদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইসিএ কমিটির সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সরোয়ারদী, জাফলং বনভিট কর্মকর্তা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, শাহ আলম, জিলানী মিয়া।
মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, মোজাম্মেল হোসেন মেনন, সিরাজ উদ্দিন, ফজলু মিয়া, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা হালিম আল মামুন প্রমুখ।