সরকারের সাফল্যের অন্যতম অংশীদার হলো জেলা তথ্য অফিস ————— জাকির হোসেন

21

জেলা তথ্য অফিসকে সরকারের সাফল্যের অন্যতম অংশীদার হিসেবে উল্লেখ করেছেন গণযোগাযোগ অধিধপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন। তিনি সম্প্রতি জেলা তথ্য অফিস,সিলেট পরিদর্শনকালে এ মন্তব্য করেন। তিনি আর বলেন-আইসিটি ব্যবহারের মাধ্যমে জনপ্রিয় প্রচার কৌশল অবলম্বন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে জেলা তথ্য অফিস নিরলসভাবে প্রচার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। ফলশ্র“তিতে দেশে আজ মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে, শিক্ষার হার বৃদ্ধি সহ স্বাস্থ্য ও সামাজিক সকল ইস্যুতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এবং উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনে জেলা তথ্য অফিসের প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সফলে জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের গুরুত্ব অপরিসীম বলে তিনি মনে করেন। তিনি বলেন-উল্লিখিত প্রচার কার্যক্রম বাস্তবায়নের ফলে জনগণ এখন উদ্বুদ্ধ ও সচেতন হয়েছে বলেই স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সফলতা অর্জিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। গণযোগাযোগ অধিদপ্তর তথা জেলা তথ্য অফিস দেশের উন্নয়নে অংশীদার হিসেবে বর্তমানে ই-সার্ভিস রোড ম্যাপ প্রণয়ন করেছে উল্লেখ করে মহাপরিচালক বলেন-যার ফলে জনগণ সহজেই সকল প্রকার সেবা হাতের নাগালেই পেয়ে যাবে এবং এ লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেট সহ দেশের সকল তথ্য অফিস কাজ করছে নিরলসভাবে। জেলা তথ্য অফিস, সিলেটের সরকারি জনকল্যাণমূলক প্রচার কার্যক্রম আন্তরিকতা ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন এবং প্রচার কার্যক্রমে আরও গতিশীলতা ও বহুমুখী প্রচার কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা তথ্য অফিস, সিলেট পরিদর্শন শেষে মহাপরিচালক মোঃ জাকির হোসেন সিলেট জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা তথ্য অফিস, সিলেট এর উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি