ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের গোলটেবিল বৈঠক ॥ নারীদের বাদ দিয়ে কোন নির্বাচন হবে না

51

সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ‘নির্বাচনে নারী নেতৃবৃন্দের ভূমিকা ও করণীয় নিধারণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর হোটেল ফরচুন গার্ডেনে আয়োজিত এ বৈঠকে বক্তারা বলেন, দেশের বিশাল অংশ নারীদের বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। নারীদের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে সকল পর্যায়ে তাদের সম্পৃক্ত রাখতে হবে। নির্বাচনী নীতি নির্ধারণ, প্রচারণা, সাধারণ আসনে মনোনয়নসহ সকল কাজে নারীদের প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলের অভ্যন্তরে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বক্তারা বলেন, নির্বাচনে ভোট সংগ্রহের কাজও করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কথা বলার সুযোগ করে দিতে হবে মুল দলগুলোকে। প্রয়োজনে পাড়া থেকে কেন্দ্র পর্যন্ত নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করতে হবে। যাতে নারীদের বিচরণ থাকে সর্বত্র।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট বিভাগীয় সিনিয়র রিজিওনাল কো-অডিনেটর সুদীপ্ত চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে গোলটেবিল বৈঠকে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি সালেহ আহমদ খসরু, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক হুমায়ন আহমদ মাসুক।
এসময় বক্তারা আরো বলেন, নারীদের নির্বাচনে অংশ নিতে সুষ্ঠ পরিবেশ তৈরি করতে হবে। নারীদের পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় তারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেনা। নারীদের নিরাপদ পরিবেশ তথা নির্বাচনে অংশ নিতে একটি নিরপেক্ষ সহায়ক সরকার গঠনের জোর দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সিলেট মহানগর মহিলা দলের সভাপতি জাহানার ইয়াসমিন, সিনিয়র সহ সভাপতি অধ্যাপিকা ডা. নুরুন নাহার মজুমদার, সহ সভাপতি মিনারা বেগম, আবিদা সুলতানা, হামিনা রহমান হেনা, সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, সাংগঠনিক সম্পাদক রিনা আক্তার, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রুজি, রাহেলা জেরিন কানন, তানিয়া রহমান, মহিলা নেত্রী মুক্তা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরী, মুহিবুর রহমান লিটন, ছদরুল ইসলাম লোকমান। বিজ্ঞপ্তি