বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে আমলাবিহীন দক্ষিণ আফ্রিকা

36

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ওপেনার হাশিম আমলাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। 261388_13রবিবার অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে আমলার পরিবর্তে দলে ডাকা হয়েছে আইডেন মার্করামকে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দুটিতেই সেঞ্চুরি হাকিয়েছেন ৩৪ বছর বয়সী আমলা। চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১০ এবং দ্বিতীয় ম্যাচে ৮৫ রান করেছেন এ তারকা ব্যাটসম্যান। দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জেতার পর তিন ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষি আফ্রিকা।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে টেস্ট অভিষেক ঘটে ২৩ বছর বয়সী মার্করামের। দুই টেস্টের তিন ইনিংসে তার রান ছিল যথাক্রমে ৯৭, ১৫ এবং ১৪৩। এরপর বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দকিক্ষন আফ্রিকা একাদশের হয়ে ৮২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন এ তরুণ ব্যাটসম্যান। এবার ইস্ট লন্ডনে বাফেলো পার্কে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে এ উদীয়মান তারকার।
কোহলিকে ছাড়িয়ে গেলেন হাশিম আমলা : এমনটা প্রথম নয়। এর আগেও হয়েছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
রোববার বাংলাদেশের বিরুদ্ধে নিজের ২৬তম সেঞ্চুরিটি তো করলেনই সঙ্গে ছাপিয়ে যান বিরাট কোহলির দ্রুততম ২৬ সেঞ্চুরির রেকর্ডকে। বিরাট কোহলি ২৬টি সেঞ্চুরি করেছিলেন ১৬৬টি ইনিংসে। সেখানে হাশিম আমলা করলেন ১৫৪ ইনিংসে।
রোববার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ১০ উইকেটে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। ৪৩ বল বাকি থাকতেই দুই ওপেনার দয় তুলে নেন। বাংলাদেশ নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন দে কক ও হাশিম আমলার জোড়া সেঞ্চুরিতে জয়য়ের রান তুলে নেয় তারা। কক ১৬৮ ও আমলা ১১০ রানে অপরাজিত থাকেন। আর এই সেঞ্চুরির সঙ্গেই বিরাট কোহালিকে আরো একবার ছাপিয়ে গেলেন আমলা।
এর আগে ওয়ান ডেতে বিরাট কোহালির দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডও ভেঙেছেন তিনি।
আমলার রেকর্ড : পচেফস্ট্রুমের পর ব্লয়েমফন্টেইন টেস্টেও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। ১০৯তম ম্যাচে টেস্ট ক্যারিয়ারে ২৮তম সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। তাই সেঞ্চুরির দিক দিয়ে সাবেক অধিনায়ক গ্রাহাম স্মিথকে পেছনে ফেললেন আমলা। ১১৬ ম্যাচে ২৭টি সেঞ্চুরি নিয়ে এত দিন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন স্মিথও। এখন সেটির মালিক হলেন আমলা।
তবে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাবেক অলরাউন্ডার জক ক্যালিস। ১৬৫ ম্যাচের ক্যারিয়ারে ৪৫টি সেঞ্চুরি করে অবসরে যান ক্যালিস। প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির দিক দিয়ে কেবল আমলার উপরে আছেন ক্যালিসই।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৫৪তম ওভারে ব্যাট হাতে নামেন আমলা। দিন শেষে ৮৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা দেড় ঘন্টার পর শুরু হয়। খেলা শুরু হবার পর দিনের ৩৮তম বলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন আমলা। ১১৩ বলে তিন অংকে পা দেন তিনি।
২০০৪ সালের নভেম্বরে টেস্ট অভিষেক ঘটে আমলার। ভারতের বিপক্ষে কলকাতায় ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। এরপর ব্যাট হাতে দ্যুতিই ছড়িয়েছেন আমলা। ক্যারিয়ারের ১০৯তম ম্যাচেই পেয়ে গেলেন ২৮তম সেঞ্চুরি।