বাহুবলে সাবেক সেনা সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের

26

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (৭ অক্টোবর) রাতে ২৯ জনের নাম উল্লেখ সহ ৩৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রাহেলা খাতুন। নিহত সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে অটোরিকশায় হবিগঞ্জ যাচ্ছিলেন সাজিদুর রহমান টেনু মিয়া। পথিমধ্যে সকাল ৮টায় উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস ওই অটোরিক্সার গতিরোধ করে। পরে অটো থেকে সাবেক সেনা সদস্যকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা কেটে রক্তাক্ত করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাইদের সঙ্গে সাবেক সেনা সদস্যের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে তিনি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।