আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ গুরুত্ব দিয়ে থাকে – ইমরান আহমদ

42

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের gowainghat photo-28-09-2017 (1)সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ফলে শারদীয় দুর্গাপূজাসহ প্রতিটি ধর্মীয় উৎসবে সরকারী বিভিন্ন অনুদান প্রদান করা হয়। এবারের শারদীয় দুর্গাপূজায় গোয়াইনঘাটের ৩৯টি পূজা মান্ডপের জন্য সরকারের পক্ষ থেকে সাড়ে ১৯ টন চাল প্রদান করা হয়েছে। এছাড়া আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫ শত শাড়ী, ১ শত লুঙ্গী ও সিংহভাগ পূজা মান্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পরিদর্শন কালে তিনি সামাজিক সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতার মাধ্যমে পূজা উৎসব সমাপ্ত করার আহ্বান জানান। তিনি বুধবার গোয়াইনঘাটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন। সালুটিকর দামারীপার পূজা মান্ডপ, নওয়াগাঁও পূজা মান্ডপ, শাহপুর পূজা মান্ডপ, রাধানগর শিব বারি পূজা মান্ডপ, জাফলং চা বাগান পূজা মন্ডপ, গোয়াইনঘাট কেন্দ্রীয় শীব মন্দির পূজা মান্ডপসহ সিংহভাগ পূজা মান্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুভাস চন্দ্র পাল, সাধারন সম্পাদক নিত্যানন্দ দাস, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান (আমিরুল), হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল হাসান, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক প্রমুখ।