শেখ হাসিনার জন্মদিন আজ

27

কাজিরবাজার ডেস্ক :
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের 85084_f3মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্ম নেয়া শেখ হাসিনা সময়ের পরিক্রমায় আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। পিতার রাজনৈতিক উত্তরসূরি হয়ে তিনি পূরণ করে চলেছেন জাতির পিতার স্বপ্ন। বলিষ্ঠ নেতৃত্বগুণে শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের অন্যতম একজন। পালিয়ে আসা মিয়ানমারের নির্যাতিত মুসলিম রোহিঙ্গা নাগরিকদের নিয়ে যখন দেশ এক মানবিক সংকটে ঠিক সে মুহূর্তে প্রধানমন্ত্রীর জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা হচ্ছে না। শেখ হাসিনার একান্ত ইচ্ছাতেই এবার জন্মদিনের কেক কাটাসহ জাঁকজমকপূর্ণ সব আনুষ্ঠানিকতা পরিহার করা হয়েছে। গতকাল দলের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ধরনের আনুষ্ঠান না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ছাড়া রোহিঙ্গাদের প্রতি সমবেদনামূলক মানবিক কর্মসূচি পালনের জন্য তিনি নেতাকর্মীদের পরামর্শ দেন। এদিকে নিজের ৭১তম জন্মদিনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তিনি সেখানে যান। শেখ হাসিনার জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল, সকাল ১০টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডা ও সকাল সাড়ে ১০টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) ওয়াই. এম. সি. এ চ্যাপেল, ২৯ সেনপাড়া, মিরপুর-১০ এবং সুবিধাজনক সময়ে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।