বন্যার্তদের রক্ষায় সরকার ব্যর্থ —বাসদ

31

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় সদর উপজেলার হাতুড়া গ্রামে বন্যায় আক্রান্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ জেলার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালীন সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সদর উপজেলা শাখার আহ্বায়ক হামিদ মিয়া, সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, শ্রমিক ফ্রন্ট নেতা জয়নাল মিয়া, ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সঞ্জয় শর্ম্মা, সাজ্জাদ হোসাইন, পল্লব দাস, সঞ্জিত শর্ম্মা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অনেক পূর্ব থেকেই বিশেষজ্ঞরা বন্যার সতর্কতা দিয়ে আসছিল। কিন্তু সরকার বন্যার্তদের রক্ষায় পূর্ব কোন প্রস্তুতি নেয়নি। বন্যা শুরু হওয়ার পর থেকে সরকার বন্যার্তদের রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বক্তারা বলেন, বন্যার্তদের রক্ষায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ভিজিএফ কার্ড, কাবিখা, ভিজিডি প্রভৃতি সংখ্যা বাড়ানো এবং এসব নিয়ে দুর্নীতি দলীয়করণ বন্ধের আহ্বান জানান। বিজ্ঞপ্তি