তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তে চোরাচালানের সময় ট্রলির নিচে পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

46

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তে চলছে চোরাচালানী ও চাঁদাবাজদের রামরাজত্ব। এই সীমান্তের লাকমা এলাকা দিয়ে ভারত থেকে কয়লা ও পাথর পাচার করার সময় ট্রলির নিচে পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহ আলম (৩৫)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকাল ৬টা থেকে লাকমা, টেকেরঘাট ও লালঘাট এলাকা দিয়ে কয়লা ও চুনাপাথর ট্রলি যোগে পাচারকালে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের সামনে নিয়ে যাওয়ার সময় দুপুর ১২টায় বড়ছড়া গ্রামের আলতো মিয়ার ছেলে আহাদ মিয়ার ট্রলির নিচে পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শাহ আলম। পড়ে এলাকার লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ইঞ্জিন নৌকা যোগে নদীপথে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় বিকাল ৩টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার ফিরোজ বলেন, যারা কয়লা ও চুনাপাথর পাচার করে তারা আপনাদের এলাকার মানুষ, এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে তাদের সাথে কথা বলে আসুন মিলে মিশে কাজ করি।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ট্রলির নিচে পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।