গাছ মানুষের সবচেয়ে উপকারী বন্ধু ———কৃষিবিদ বাসনা আক্তার

73

জেলা প্রাণী সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মর্কতা কৃষিবিদ বাসনা আক্তার বলেছেন, গাছ মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। এ জন্যে আমাদের অব্যবহৃত ভূমিতে বেশী পরিমাণে গাছ রোপণ করতে হবে। একই সাথে আমাদের তৎপরতা শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না রোপণকৃত গাছের সঠিক পরিচর্যাও করতে হবে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের এ যুগে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য পৃথিবীকে বাসোপযোগী করার জন্যই বৃক্ষরোপণ করতে হবে।
চেতনা যুব পরিষদের উদ্যোগে সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার দুপুরে চেতনা যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেইন’র সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাষ্ট্র প্রবাসী চেতনা যুব পরিষদের সম্মানিত সভাপতি জুলকার নায়েন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক এইচ. এম কাওছার, দেলওয়ার হোসেন, মালেক খান শাফি, মোহাম্মাদ সোলায়মান, জুনেজ খান, মোহাম্মাদ ফাহিম, তারেক মজুমদার,আব্দুস ছোবহান আজাদ, এডভোকেট মোঃ সাজ্জাদুর রহমান, এডভোকেট হুমায়ুন কবীর শামীম, ডা. আফরোজ, সামছুদ্দোহা, আমির উদ্দিন পাভেল, আমিন উদ্দিন, ফারহান আহমদ চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া নাসরিন, সহকারী শিক্ষিকা তাপসী রাণী দেব, অচনা রাণী দেব, শিক্ষা সহকারী মাহফুজ আহমদ কবির, মকসুদা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি