ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমাবেশ

37

স্টাফ রিপোর্টার :
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের প্রতিবাদে সিলেটে সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। গতকাল রবিবার বেলা ২ টায় আইনজীবী সমিতির ৩ নম্বর বারহলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সংসদ সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক অনেক বক্তব্য উঠে এসেছে। বাঙালি জাতির জন্য অপমানজনক এসব বক্তব্য প্রত্যাহার করা উচিত। বক্তারা আরও বলেন, তাদের এই প্রতিবাদ আইন বা রায়ের বিরুদ্ধে নয়। তারা প্রধান বিচারপতির কাছে কেবলমাত্র অপ্রাসঙ্গিক বক্তব্যগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। একই দাবিতে আগামী ১৬ ও ১৭ আগস্ট প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন আন্দোলনকারী আইনজীবীরা।
প্রতিবাদ সমাবেশে জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ময়নূল ইসলাম, জেষ্ঠ্য আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন বক্তব্য রাখেন।