লাখ লাখ টাকা ক্ষতির আশংকা ॥ বৈরি আবহাওয়ায় হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজকদের মাথায় হাত

53

স্টাফ রিপোর্টার :
লাক্কাতুরা বাজার সংলগ্ন মাঠের চলমান হস্ত ও কুটির শিল্পমেলা আয়োজকদের রীতিমতো মাথায় হাত। বৈরি আবহাওয়া মেলার কার্যক্রমে শুধু ব্যঘাতই ঘটানি গত শুক্রবার ছুটির দিনে ক্রেতা ও দর্শক শূন্য করে রেখেছিল মেলা প্রাঙ্গণকে। অথচ আয়োজকরা আশা করেছিলেন সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থী মেলায় আসবেন কিন্তু আগেরদিন থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণ সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। এ অবস্থা চলছিল গতকাল। আয়োজকরা মনে করছেন এ রকম বৈরী আবহাওয়া যদি অব্যাহত থাকে তাহলে তারা যেমন বিপুল অংকের টাকার ক্ষতির সম্মুখীন হবেন তেমনি মেলায় যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে স্টল নিয়ে এসেছেন তারাও ব্যবসায়ীক ভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হবেন।
এ ব্যাপারে আলাপকালে মেলা আয়োজকদের অন্যতম এম এ মঈন খান বাবলু বলেন, এমনিতেই এ ধরনের মেলা জমতে জমতে সপ্তাহদিন লেগে যায়। তার উপর মেলার শুরু থেকেই বৃষ্টির বাগড়া মেলার গতিকে নষ্ট করেছে। তিনি বলেন, যে মানবিক সাহায্যের বিষয়টিকে উদ্দেশ্যে করে মেলার আয়োজন বৈরি আবহাওয়ার কারণে সেটি কতটুকু অর্জিত হবে সেটি এখন চিন্তার বিষয়। তিনি বলেন, এমনিতেই আমরা নানা কারণে ক্ষতিগ্রস্ত তার উপর যদি এই অবস্থা চলে তাহলে কত টাকা যে ক্ষতিগ্রস্থ হবো তা বলে বুঝানো যাবে না। এদিকে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈরি আবহাওয়া ও হযরত শাহজালাল (রহ:) মহাপবিত্র ওরস উপলক্ষে র‌্যাফেল ড্র গত শুক্রবার ও গতকাল শনিবার বন্ধ রাখা হয়েছিল। তবে আজ যথারীতি তা অনুষ্ঠিত হবে। মঈন খান বাবলু জানিয়েছেন, আগামী ১৫ আগষ্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বাংলাদেশ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহদাত বার্ষিকী উপলক্ষে মেলার আয়োজকদের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কোরআন খতম ও শিরনি বিতরণ ইত্যাদি।