শিক্ষা ক্রীড়া সমিতি সিলেট উপ অঞ্চল’র ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

67

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সিলেট উপ DSC_0101.psdঅঞ্চল’র উদ্যোগে সোমবার (৭ আগষ্ট) বিকালে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ৪৬ তম গ্রীষ্মকালীন ফুটবল (বালক-বালিকা) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল’র উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগী কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকাস্থ, সহকারী বিদ্যালয় পরিদর্শক হেপী বেগম, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক শমসের আলী, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবির খান, সহ-সম্পাদক মাসুক মিয়া, শওকত হোসেন, জয়নাল আবেদীন খান, লিখনা লতা, মোন্দু ভৌমিক, মোহাম্মদ হোসেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন মিলা যাহা ও কোহেলী রানী রায়।
ফাইনেল খেলায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হবিগঞ্চ আর রানার্স আপ কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মৌলভীবাজার।
ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছেন তাহের শামসুরনাহার উচ্চ বিদ্যালয় চুনারুঘাট হবিগঞ্জ রানার্স আপ  মাবসের শরাফত আলী উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার। বিজ্ঞপ্তি