শহরতলীতে রাজু হত্যার প্ররোচণা মামলা

58

স্টাফ রিপোর্টার :
শহরতলীতে মোবাইল চুরির অভিযোগে মারধরের অপমান সইতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলাটি করেছেন মৃত রিয়াজুল হক ভূঁইয়া রাজুর পিতা নুরে আলম ভূঁইয়া টিটু।
এতে হত্যা প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামির নাম- মনোয়ার হোসেন। সে শহরতলীর খাদিম এলাকার চাতল গ্রামের রহমত আলীর পুত্র। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় রানা নামের এক বন্ধু রাজুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় চাতল বাজারে স্বেচ্ছাসেবক লীগের অফিসে। সেখানে মোবাইল চুরির অভিযোগ তুলে রাজুকে মারধর করা হয়। খবর পেয়ে রাজুর বাবা নুর আলম টিটু ও মা রোকসানা বেগম ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরে বাসায় ফেরার পর রাত ১০ টার দিকে বাসায় আত্মহত্যা করে রাজু। খবর পেয়ে পরদিন পুলিশ তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।