গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন সিলেটের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বর্তমান সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের প্রধানমন্ত্রী ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। সিলেটের পর্যটন স্পট সমূহে পর্যটকদের নিরাপদ ভ্রমণ, সজতর যোগাযোগ ব্যবস্থাসহ সব ধরণের সুযোগ সুবিধা গড়ে তুলতে সরকারের গৃহীত পদক্ষেপ দ্রুততায় এগিয়ে চলছে। ঢাকার পাশাপাশি প্রয়োজনে সিলেট-চট্টগ্রাম বিমান চলাচল ব্যবস্থাও চালু করা হবে। তিনি গতকাল বুধবার সকালে সিলেটের প্রকৃতিকন্যা জাফলং ও জৈন্তাপুরের লালাখাল পরিদর্শনকালে এ কথাগুলো বলেন। সকালে প্রথমে তিনি বিজিবি’র বিজিবি ফাঁড়ি এলাকা, পর্যটন মোটেল, জাফলং গ্রীণ পার্ক গেষ্ট হাউজ ও দুপুরে জৈন্তাপুরের লালাখাল পরিদর্শন করেন। জাফলং ও লালাখাল পরিদর্শনকালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড.অপরুপ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ রইছ উল আলম মন্ডল, পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, টুরিষ্ট পুলিশ সিলেটের ডিআইজি সোহরাব হোসেন, এ এসপি নঈমূল হাসান, জেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।