স্টাফ রিপোর্টার :
জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রাজনগরে একটি ট্রাক মুফতি আবুল কালাম যাকারিয়াকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কায় দেয়। এতে তিনি ও গাড়ির ড্রাইভার আহত হন। পরে পাশ দিয়ে যাওয়া আরেকটি গাড়ির লোকজন তাদেরকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।