কোতোয়ালী থানার ১৯০টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি

37

স্টাফ রিপোর্টার :
কোতোয়ালী থানার ১৯০টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করেছে পুলিশ। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা যোগদান করার পর হতে গ্রেফতারী পরোয়ানা তামিলের লক্ষ্য সঙ্গীয় অফিসার ও ফোর্সদেরকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে গত ৫ দিনে ১৬টি জি.আর, সি.আর ১৬টি, ৯টি সি.আর সাজা গ্রেফতারী পরোয়ানা তামিল ও অন্যান্য ভাবে ৪৬টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তিসহ সর্বমোট ৮৭টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়।
উল্লেখ্য, কোতোয়ালী থানার পাতকালীন রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে, গত ১ সেপ্টেম্বর হতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জি.আর/সি.আর/সাজা পরোয়ানাসহ মোট ১০৩টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। তম্মধ্যে ২১টি জি.আর, ১৭টি সি.আর, ০২টি সি.আর সাজা তামিল এবং অন্যান্য ভাবে ৬৩টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া গত ১ সেপ্টেম্বর হতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জি.আর/সি.আর ও সাজা পরোয়ানাসহ সর্বমোট ১৯০ টি গ্রেফতারী পরোয়না তামিলসহ অন্যান্য ভাবে নিষ্পত্তি করা হয়েছে। এসএমপি অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।