মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে মওলানা ভাসানীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদার ইবনে তাহের লস্করের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক-কথা পত্রিকার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী বলেন, ১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণকারী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিজ কর্মগুণে বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের মহানায়ক হিসাবে আর্বিভূত হয়েছিলেন। তাঁর দূরদর্শী চিন্তা চেতনায় তিনি পঞ্চাশে দশকেই নিশ্চিত করেছেন পাকিস্তানের অংশ হিসাবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো। ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ওয়ালাইকুমুসসালাম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘন্টা বাজিয়েছিলেন। শোষিত বঞ্চিত মজলুম মেহনতি মানুষের পক্ষে আজীবন তিনি সংগ্রাম করে গেছেন। বাঙালি এবং বাংলাদেশের ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা যাবে না। দেশের এই ক্রান্তি কালে মাওলানা ভাসানীর জীবন আদর্শ অনুসরণের মাধ্যমেই সংকট উত্তোরন সম্ভব। তাই নতুন প্রজন্মকে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে দেশ গড়ার শপথ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান। বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) এম আতাউর রহমান পীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, জেলা আইনজিবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহিন,ভাসানী ন্যপ নেতা আব্দুর রকিব চৌধুরী, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আছলাম মুমিন। হাফিয মাওলানা নুরুল আমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা এড. মজিবুর রহমান চৌধুরী, সৈয়দ আমির আলী, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সাংবাদিক বশির উদ্দিন, ভাসানি ন্যাপ নেতা আব্দুর রাজ্জ্কা, এড. চৌধুরী আতাউর রহমান আজাদ, সংগঠক ও রাজনীতিবিদ কেএম আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. ওবায়দুর রহমান ফাহমি, রোটারিয়ান সৈয়দ জিয়াউস শামস, সংগঠক আজাদ আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি