ছাতকের পল্লীতে সালিশ-বৈঠকে হামলায় আহত ১০, গ্রেফতার ৩

23

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের পল্লীতে সালিশ-বৈঠকে প্রতিপক্ষের হামলায় প্রায় ১০জন ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। গুরতর আহত ৪ ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা হামলাকারী ৩ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের বাতির আলী ও মইন উদ্দিনের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ  ঘটনায় মইন উদ্দিনের দায়েরী এক মামলায় বাতির আলীর স্ত্রীকে পুলিশ গ্রেফতার করলে ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিপক্ষরা। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার মইন উদ্দিনকে ধরে নিয়ে বেধরক মারপিট করে তারা। এ ঘটনায় আহত মইন উদ্দিনের চিকিৎসা ও বিষয়টি সালিশে নিষ্পত্তির লক্ষ্যে শনিবার সকালে এক সালিশ-বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিশ বৈঠকের খবর পেয়ে বাতির আলী পক্ষ লাঠিসোটা নিয়ে সালিশ বৈঠকে হামলা চালায়। এ সময় সালিশ বৈঠকে উপস্থিত মুজিবুল ইসলাম (৪৭), বিলাল আহমদ (৩৫), কাইয়ূম মিয়া (৩২) ও হেলাল উদ্দিন (১৭)কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সালিশ বৈঠকে হামলাকারী সন্দেহে কাচা মিয়া, আলাল আহমদ, কারী আব্দুল বাতিরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন।