ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

27

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভূমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারী খাস ভূমি নিয়ে কাড়ইলগাঁও গ্রামের হরুফ আলী ও একই গ্রামের শামসুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে বিরোধকৃত ভূমি দখলে নিতে গেলে উভয় পক্ষের লোকজনে মধ্যে কথা কাটাকাটি ও হাতা-হাতির ঘটনার এক পর্যায়ে তুমুল সংঘর্ষে উভয় পক্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে বন্দুকের গুলি-ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ ব্যাক্তি আহত হয়। গুরুতর আহত শফিকুল ইসলাম, সাদিকুর রহমান, শিহাব উদ্দিন, সখজুল ইসলাম, ও কাঁচা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাহেব আলী,যদু মিয়া, জিল্লুর রহমান, শফিকুল ইসলাম, ইসলাম উদ্দিন, কালাম, নুর মিয়া, বুদন মিয়া, সামছুল ইসলাম, কাঁচা মিয়া, মফজ্জুল আলী, আল আমিন, আবুল বশর, আবু মিয়া, নুরুল আমিন, আবুল কারাম, আব্দুল হেকিম, আব্দুল আওয়ালসহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি আশেক সোজা মামুন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ দায়ের করা হলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।