সিলেটে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের সংবর্ধনা

17

বাংলাদেশের সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সিনিয়র এডভোকেট এস এম মুনিরকে সিলেটে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গত (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে সিলেট সার্কেট হাউজে মালিক-শ্রমিকরা এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট নাসিম ইসলাম রাজু ও এডভোকেট শাহীন মৃধা।
সংবর্ধনা প্রদান শেষে মতবিনিময়কালে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ কষ্ট ও দুর্ভোগের কথা তুলে দরে বলেন, হটাৎ করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়ায় রিকশা মালিক-শ্রমিকদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। আয় রুজির পথ বন্ধ হওয়াতে পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিনাপাত করেছেন। নেতৃবৃন্দ রিকশা মালিক-শ্রমিকদের পরিবারের কথা বিবেচনা করে ব্যাটারী চালিত রিক্সার বৈধ্যতা দিয়ে মেহনতী মানুষের আয়-রোজির ব্যবস্থা করে দেওয়ার জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক -শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি জিল্লুল হক, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সংগঠনের ৬নং ওয়ার্ড সভাপতি শহীদ বকস, কোষাধ্যক্ষ সারওয়ার হোসেন, রিক্সা মালিক আবুল কাশেম, আলমগীর হোসেন সালমান, আবুল কালাম, জাকির পাটোয়ারী, আবুল হোসেন, শ্রমিক নেতা বোরহান উদ্দিন বিরাই, মিজানুর রহমান, সৈয়দ আবুল কালাম আজাদ, আব্দস সোবহান, রুহেল আহমদ প্রমুখ। মতবিনিময় শেষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সিনিয়র এডভোকেট এস এম মুনির কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি