কুলাউড়ায় কাজীকে জরিমানা

22

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মোবাইল কোর্ট পরিচালনা করে নাবালিকা মেয়ের বিবাহ রেজিস্ট্রেশন করায় কুলাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম নামের এক কাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে পৌরসভার জয়পাশা এলাকার মৃত আসন মিয়ার পুত্র কুলাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সরকারী রেজিস্ট্রেশন প্রাপ্ত কাজী  মোঃ রফিকুল ইসলাম (৪৩) উপজেলার ভূকশিমইল ইউনিয়নের এক নাবালিকা মেয়ের বিবাহ রেজিস্ট্রেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় স্টেনো বিনয় চন্দ্র দেব, অফিস সহায়ক রুবেল আহমদ, পিয়ারআলী, আব্দুর রহমান প্রমুখ।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান সত্যতা স্বীকার করেছেন।