নবীগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে চাচাতো ভাই-বোনদের হাতে প্রহৃত হয়েছে অসহায় পিতৃহারা ও স্বামী পরিত্যক্তা মহিলা সৈয়দা হেপি বেগম। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়নি।
সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত সৈয়দ আছলম আলীর মেয়ে সৈয়দা হেপি বেগমের বিয়ে হয় ওসমানী নগর থানায়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ৬ বছরের কন্যা সন্তান নিয়ে পিত্রালয়ে আশ্রয় নেয় হেপি। কিছুদিন যেতে না যেতেই তার বাবা মারা যায়। এর আগে তার মাও বিদায় নেন পৃথিবী থেকে। স্বামী পরিত্যক্তা হেপি বেগম মা-বাবা হারিয়ে কন্যা সন্তানকে নিয়ে বাবা’র পৈত্রিক একখন্ড ভূমির মাঝে কোন রকম চলে তার জীবন। ওই একখন্ড ভূমির উপর নজর পড়ে চাচাতো সৈয়দ দিলোয়ার আলী, সেরোওয়ান আলী ও সৈয়দ মিজান আলীগংদের। তারা নানা ভাবে অসহায় হেপি বেগমকে নানা ভাবে জ¦ালা যন্ত্রণাসহ হুমকি দেয়। এ ব্যাপারে হেপি বেগম প্রায় ২/৩ মাস আগে সৈয়দ মিজান গংদের উপর নবীগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশের সহযোগিতায় স্থানীয় মুরব্বীয়ান বিষয়টি আপোষে মিমাংসা করে দেন। এ সময় চাচাতো ভাইয়েরা একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন ভবিষ্যতে এ ধরনের কোন ঘৃণিত কাজ করবে না বলে। কিন্তু ২ মাস যেতে না যেতেই বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে পূর্বে মামলা করার কারণে এবং তাকে ঘর ছাড়া করতে হেপি বেগমের বাড়িতে গিয়ে হামলা, মারপিট, ভাংচুর করে। স্থানীয় লোকজন অনেকেই এদের ভয়ে মুখ খুলতে সাহস পান না। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেপি বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিত হেপি বেগম এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর সাহায্য কামনা করেছেন।