কৃষিখাতে আরো সমৃদ্ধতা আনতে সরকার বিনামূল্যে আধুনিক যন্ত্রপাতি প্রদান করছে —– আশফাক আহমদ

49

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, সরকার কৃষিখাতকে সমৃদ্ধ করতে Ashfak Photoবিনামূল্যে আধুনিক যন্ত্রপাতি ও সার, বীজসহ কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ভর্তুকি দিয়ে ফসল উৎপাদনে কৃষকদেরকে উৎসাহিত করছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যার ফলে বিদেশে খাদ্য রপ্তানী করছে। এ সরকার যখনই ক্ষমতায় আসে কৃষকরা সার-বীজের জন্যে হাহাকার করে না। এখন কৃষকদের মাঠ সবুজে সমারোহ হয়ে উঠছে।
তিনি গতকাল ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হওয়ার এলাকায় রাইস ট্রান্সপ্লান্টার ও রিপার যন্ত্র সরবরাহ ও সংক্রান্ত ও প্রমোদনা কর্মসূচীর আওতায় যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ সহকারী অফিসার মোঃ ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কাজী মজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোদ চন্দ্র দাস, সমবায় অফিসার সজল চক্রবর্তী পল্লী উন্নয়ন অফিসার আনু নাসের মোহাম্মদ জাহাঙ্গীর আলমম, সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন কৃষক প্রতিনিধি শোয়াইবুর রহমান। বিজ্ঞপ্তি