বেশি করে অধ্যয়ন করলে কবিতা সাজাতে শব্দ খুঁজে পেতে কষ্ট হবে না – আলী আহমদ

82

ভালো লেখক হবার জন্যে নিজের প্রতিভার বিকাশে নিরন্তর প্রয়াস চালাতে হবে। কবিতার শব্দ সাজানোর জন্যে বেশি করে অধ্যয়ন করলে শব্দ খুঁজে পেতে কষ্ট হবে না। লিখতে বসলে শব্দ তৈরি হয়ে যাবে। নিজের লেখা নিজেকেই পড়তে হবে এবং নিজেই নিজের লেখার একজন সমালোচক হতে হবে। তাহলে ভালো লেখা লিখছেন কিনা তা নিজের কাছে প্রমাণিত হবে।
সিলেট মোবাইল পাঠাগারের ৫৬৮ তম সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ এ কথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডে মেট্টোপলিটন ল’ কলেজ ভবনস্থ সিলেট মোবাইল পাঠাগারে গত মঙ্গলবার সন্ধ্যে ৬টায় এ সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আসরে প্রধান আলোচকের বক্তব্যে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল লে. কর্ণেল (অব:) আতাউর রহমান পীর বলেন, মোবাইল পাঠাগারের প্রতি সাহিত্য আসরে ভালো লেখার জন্য একজন লেখককে পুরস্কার দেয়া হবে।
সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় সাপ্তাহিক সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন গল্পকার সেলিম আউয়াল, ছড়াকার কামরুল আলম ও কবি নাঈমা চৌধুরী। সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, মহি উদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন দিলু, শাহ মিজান,  আব্দুস শহিদ মাটি, সিদ্দিক আহমদ, বিনিয়ামিন রাসেল, মিনহাজ ফয়সল, মুহাম্মদ জহীরুল ইসলাম, মুহাম্মদ আব্দুর রব, বশির উদ্দিন, জামাল তালুকদার, শাম্মী নাজ সিদ্দিকী, জীম হামযা, ইয়াইয়া মাহমুদ, রাজ্জাক রাজু, সাদিয়া জাহান, ঝুমুর সিদ্দিকী প্রমুখ।
সাহিত্যকর্মী মারুফ আহমদ কর্তৃক কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আসরে সংক্ষেপে অনুভূতি প্রকাশ করেন অমাজন ডটকম থেকে প্রকাশিত হরর পত্রিকা-র সম্পাদক নাফে মুহাম্মদ এনাম। সংগীত পরিবেশন করেন আব্দুল জলিল। বিজ্ঞপ্তি