ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন’র উদ্বোধন

50

‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটও পালিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৫(২য় রাউন্ড)। সিলেটে স্বাস্থ্য বিভাগের এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব( প্রশাসন) মো: আনোয়ার হোসেন। গতকাল শনিবার সকালে সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভাগের আয়োজনে লাক্কাতুরা টি গার্ডেন ডিসেপেন্সারীতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে তিনি কর্মসূচীর উদ্বোধন করেন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে উপ-সচিব (প্রশাসন) মো: হাফিজ্জুর রহমান চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জসিম উদ্দিন, সিলেট সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরে আলম শামীম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক, সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক অফিসার গৌছ আহমদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য বিভাগের গুরুপদ চৌধুরী, বিজয় কুমার দেবনাথ, সুবোধ চক্রবতী, মনিন্দ্র দেবনাথ প্রমুখ।
এদিকে, ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটও পালিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৫(২য় রাউন্ড)। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। সকাল ৯ টায় নগরীর ধোপাদীঘিরপারে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব সাবেরা আক্তার, সীমান্তীক এর প্রজেক্ট ম্যানেজার পারভেজ আলম, ইপিআই সুপারভাইজার ভূপাল রঞ্জন চন্দ প্রমুখ।Civil Sarjion- Pic-14.11.15-1
উল্লেখ্য এবার সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে ৩০টি স্থায় কেন্দ্র, ৯০টি অস্থায়ী কেন্দ্র, অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা ৭২টি, ২৮টি ভ্রাম্যমান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সীদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ  কর্মসূচি চলবে। বিজ্ঞপ্তি