সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনসহ ব্যাপক উন্নয়ন করেছে। সরকার প্রান্তিক কৃষকদের কৃষি ঋণ, কৃষি প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২০২২ অর্থবছরে রবি ২০২১-২২ মৌসুমে রবি শস্য উৎপাদন রদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি)বিতরণ ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তারন্দ। পরে ২০২১-২০২২ অর্থবছরে রবি ২০২১-২২ মৌসুমে রবি শস্য উৎপাদন রদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারের বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি)বিতরণ ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি