জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানীর যন্ত্রপাতি বানাতে ও পুরনো যন্ত্রপাতি কাজ করাতে মানুষ ছুটে চলেছেন কামার পাড়ায়। এতে কামাড় পলী জমজমাট হয়ে উঠেছে।
৭ আগষ্ট বুধবার দেখা যায়, জগন্নাথপুর সদর বাজারে থাকা প্রতিটি কামার এর দোকানে মানুষের দীর্ঘ লাইন। কামাড়রাও যন্ত্রপাতি বানাতে ও বিক্রি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যে অনেকে পশু কোরবানীর জন্য নতুন ভাবে দা, ছুরি, কাটারি সহ ইত্যাতি যন্ত্রপাতি বানাচ্ছেন। আবার অনেকে পুরনো যন্ত্রপাতি কাজ করিয়ে নিচ্ছেন।
এ সময় ক্রেতারা বলেন, বছরে একবার পশু কোরবানীর যন্ত্রপাতি প্রয়োজন হয়। যে কারণে মানুষের ভীর থাকে। তবে ব্যবসায়ীরা বলেন, সারা বছর আমাদের হাতে তেমন একটা কাজ থাকে না। শুধু কোরবানীর ঈদ এলে আমাদের বেচাকেনা বেড়ে যায়।