সোনার তরীর গান :
কুহক রাত্রির মায়াবি অধর
ঘুমহীন দেখি চেয়ে,
পিপাসিত মন হাওয়ায় দীপ্ত
চাঁদের চকোরী পেয়ে।
জীবনের নেই কোন অভিযোগ
খালি পায়ে পথ চলি,
পায়ের তলায় বালি আর মাটি
প্রেয়সী ভাঁটেরকলি।
ঝাউবনে দুলে পাতাগুলো ডাকে
বহুবিধ চিন্তাধারা,
প্রকৃত সত্তাকে উনুনে পোড়ায়
সাহিত্য দর্শন হারা।
যাযাবর পাখি বেগুনি উচ্ছ্বাস
শাশ্বতের সন্ধানে,
কাক ডাকে শাখে অশুভ সঙ্কটে
সোনারতরীর গানে।