সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, সরকার মাদরাসা শিক্ষাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজিয়েছে। ফলে মাদরাসার ছাত্ররা এখন মেডিকেল সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি উচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ পেয়েছে। সরকার ২০ হাজার ৫শ’ ল্যাপটপ ও প্রজেক্টর প্রদানের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস চালু করায় শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এতে সবার জন্য শিক্ষা শ্লোগানটি বাস্তবে রূপ নিচ্ছে। এ সরকার শুধু শিক্ষা নয়, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে সুনাম অর্জন করেছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে এ বছর সদর উপজেলায় ১ কোটি ২ লাখ ২০ হাজার ৯২০ টাকা উপ-বৃত্তি প্রদান করা হচ্ছে।
গতকাল ২৯ এপ্রিল বুধবার বিকেলে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর জামেয়া রহমানিয়া তাইদুল ইসলাম কামিল মাদরাসায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থায়নে স্নাতক পাশ পর্যায়ে উপ-বৃত্তি প্রদান প্রকল্পের আওতায় ৫২ জন শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি নগদ ৪ হাজার ৯শত টাকা করে উপ-বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান এ.কে.এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামসুজ্জোহা, হাজী আছন মিয়া, অগ্রণী ব্যাংক আম্বরখানা শাখার কর্মকর্তা মিহির রঞ্জন দত্ত। স্বাগত বক্তব্য রাখেন মোহাদ্দিস ড. দাউদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরবী প্রভাষক মাওলানা আব্দুশ শাকুর। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেরাত বিভাগের বিভাগীয় প্রদান কারী মোঃ ইসহাক। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম মামুন, যুবলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি