কানাইঘাটে ইট ভাটার লাইসেন্স না থাকায় ১ লক্ষ টাকা জরিমানা

44
কানাইঘাটে ব্রিকফিল্ডে মোবাইল কোর্টের অভিযান।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সদর ইউপির খেলুরবন্দ এলাকায় অবস্থিত একটি ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে মামলা দায়েরের মাধ্যমে নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায় গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেটের জুনিয়র ক্যামিষ্ট মোঃ সানোয়ার হোসেনের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং জনৈক আব্দুর রবের মালিকানাধীন একটি ভাড়াটিয়া ব্রিকফিল্ডে অভিযানে যান। এ সময় ব্রিকফিল্ড পরিচালনার জন্য ভাড়াটিয়ার পক্ষে তার ম্যানেজার লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় ইট প্রস্তুত ও বাট্টা স্থাপন (নিয়ন্ত্রণ আইন ২০১৩ ইং সনের ৪/ এবং (৫)৩ ধারা আইনে) ব্রিকফিল্ডের ভাড়াঠিয়া কে মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং। ব্রিকফিল্ডের ভাড়াঠিয়া আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়ন এবং সব নিয়ম কানুন মেনে ইট বাট্টা পরিচালনা করবেন বলে অভিযানের কর্মকর্তা লুসিকান্ত হাজংকে আশ্বস্ত করেন। এ অভিযান কালে পরিবেশ অধিদপ্তর সিলেটের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।