জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের ফয়জুল মনির চৌধুরী। তিনি রমনা-শাহবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। কিন্তু আওয়ামীলীগ থেকে তাকে মনোনয়ন না দেয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে ঘুড়ি প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ফয়জুল মনির চৌধুরী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় জকিগঞ্জ উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। তিনি জকিগঞ্জের বারহাল ইউপির বাটইশাইল গ্রামের ফয়জুল মুহি চৌধুরী ছেলে। সিলেট তথা জকিগঞ্জের সন্তান হিসেবে তিনিই প্রথম ঢাকা সিটির কাউন্সিলর।
এদিকে মনির চৌধুরী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এমএ মালেক চৌধুরী মকু, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল হক খসরু, সাংবাদিক আল মামুন, শ্রীকান্ত পাল, এখলাছুর রহমান, অপূর্ব পাল, রিপন আহমদ, রহমত আলী হেলালী, মোর্শেদ লস্কর, আল হাছিব তাপাদার, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তা, উপজেলা প্রজন্মলীগ আহবায়ক ফয়েজ আহমদ, পৌর যুবলীগ যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সহ সভাপতি শাহারিয়ার হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, যুবলীগ নেতা নাজু আহমদ, সাদ্দাম হোসেন, পৌর শ্রমিকলীগ যুগ্ম সম্পাদক মস্তোফা আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, জুনাইদ আহমদ জুনেদ, গুলজার আহমদ, শাওন, আব্দুর রহমান জীবন প্রমুখ।