সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৭টি ঠেলাগাড়িসহ ৪টন চোরাই কয়লা ও ৯৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডে মদ আটক করেছে বিজিবি। আটককৃত ঠেলাগাড়িসহ কয়লার মূল্য ২লক্ষ টাকা ও মদের মূল্য ১লক্ষ ৩৯হাজার ৫শত টাকা। স্থানীয়রা জানায়-প্রতিদিনে মতো গতকাল বুধবার বিকেলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ডিবিতে থাকা এসআই জামালের নেতৃত্বে চোরাচারানী আজাদ মিয়া ও জম্মত আলীসহ ১৫-২০জন চাঁনপুর সীমান্তের রাজাই ও কড়ইগড়া এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে কয়লা পাচার করে বিভিন্ন স্থানে মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি ঠেলাগাড়িসহ ৪ টন অবৈধ কয়লা ও লাউড়েরগড় সীমান্তের বারেকটিলা দিয়ে সকালে মদ পাচারের সময় ৯৩বোতল মদ আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। পাচারকৃত এসব চোরাই কয়লার প্রতি বস্তা থেকে আজাদের নামে ২০ টাকা, মদ থেকে সাপ্তাহিক ১ হাজার টাকা, এসআই জামালের নামে প্রতি কয়লার বস্তা থেকে ২০ টাকা, মদ থেকে মাসিক ১০ হাজার টাকাসহ আরো বিভিন্ন নামে চাঁদা উত্তোলন করে চোরাচালানী জম্মত আলী ও দালাল সাজ্জাদ মিয়া। এ ব্যাপারে রাজাই গ্রামের চিহ্নিত চোরাচালানী জম্মত আলী বলেন-কয়লা ও ঠেলাগাড়িসহ মদগুলো ছাড়ানো ব্যাপারে এসআই জামাল স্যার ও আজাদ ভাই ব্যবস্থা নেবে বলেছেন, আমাদের বিরুদ্ধে পত্রিকায় লিখলে কিছুই হবে না। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন-সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালানসহ যেকোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।