শেখ হাসিনার সরকারের আমলে একটি গ্রামও বিদ্যুৎবিহীন থাকবে না ————– মাহমুদ উস সামাদ এমপি

40

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই দেশের প্রতিটি গ্রামকে বিদ্যুতায়িত করা হবে। কোন গ্রাম বিদ্যুৎ বিহীন থাকবে না। বিদ্যুৎ বঞ্চিত প্রতিটি গ্রামকে বিদ্যুতায়ন করে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সরবাহের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। শুধু তাই নয় অসংখ্য বাড়ী-ঘর, শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ দেয়া হয়েছে। এমনকি আমার নির্বাচনী এলাকার হাট-বাজারগুলো সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করার কার্যক্রম চলেছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, মোগলাবাজার ও জালালপুর, বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নে গ্রাম বিদ্যুতায়ন কল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম, এ.জি.এম মৃণাল কান্তি দাস, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, বালাগঞ্জ থানার ওসি এস.এম জালাল, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা শহীদুর রহমান শাহীন, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক নেছার আলী, প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু প্রমুখ। বিজ্ঞপ্তি