স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাস পরিদর্শনে নির্মাণকারী প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স’র কর্মকর্তারা

70

FullSizeRender copyস্টাফ রিপোর্টার :
স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাস পরিদর্শন করেছেন ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স সিলেটের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার সকালে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস সিলেট কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. মস্তফা শাহরিয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জয়নাল ইসলাম চৌধুরী, শাবিপ্রবির পূর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ড. জহির বিন আলম, স্থাপত্য বিভাগের প্রধান স্থপতি মো. মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মো. মাতাসিন আলী, আলী এন্ড এসোসিয়েট কনসালটেন্ট এর প্রকৌশলী ও আর্কিটেক্ট স্কুল ভবন পরিদর্শন করেন। প্রকৌশলীরা বিল্ডিংটি স্ট্রাকচারাল দৃষ্টিকোণ থেকে সঠিক, ঝুঁকিমুক্ত ও বিপজ্জনক নয় বলে মতামত প্রদান করেন। এদিকে আতংকিত অভিভাবকগণ, হাফিজ মজুমদার এডুকেশন ট্রস্ট কর্তৃৃপক্ষ ও প্রকৌশলীবৃন্দ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ভবন নির্মাণকালে কোন ধরনের অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হয়। এছাড়াও ভবন নির্মাণকালে ১৪ তলা নির্মাণের বৈধ অনুমতিপত্র ও সকল অনুমোদিত বৈধ কাগজপত্র সভায় উপস্থাপন করা হয়। সভায় ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বিশেষজ্ঞ অভিভাবকগণের দাবীর প্রেক্ষিতে দক্ষ প্রকৌশলী দ্বারা ভবনের এসেসমেন্ট করানো, গঠন ও আজ বুধবার থেকে পূর্বনির্ধারিত ক্লাস, পরীক্ষা সময়মত গ্রহণ করা সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য যে- গত সোমবার সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে স্কালার্সহোস ১১ তলা ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ক্লাসরুমের দেয়ালে ফাটল দেখতে পায়। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। তখন অভিভাবকরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল ছুটি দিয়ে গতকাল মঙ্গলবার একদিনের স্কুল ছুটি ঘোষণা করে।