নগরীর আবাসিক হোটেলে অসামাজিকতার দায়ে ৯ নারী-পুরুষ আটক

30

স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আলোচিত সেই তিতাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬ নারী ও ৩ পুরুষসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
গত রবিবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের ২য় তলার বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এ ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উস্তিংগেরগাঁও-এর মৃত সাইদুর রহমানের পুত্র মোজাম্মেল হক (২২), জৈন্তাপুর থানার সরখাল গ্রামের রমজান আলীর পুত্র মো. আব্দুল করিম (২৮), সুনামগঞ্জের দিরাই থানার উদ্দুলপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র সোহেল (২৮), কুমিল্লা জেলার কোতয়ালি থানার মঙ্গলটুলী গ্রামের কাজী আলমগীরের কন্যা নিহার আক্তার (২১), সুনামগঞ্জ জেলার সদর থানার পশ্চিম ফেনারবাগ গ্রামের বাবুল মিয়ার কন্যা রিমা (১৯), বাগেরহাট জেলার ফকিরহাট থানার মানষা গ্রামের কালীদাস মজুমদারের কন্যা শ্রীমতি মনি (২৬), খুলনা জেলার দিঘলিয়া থানার জুংগসিয়া গ্রামের ওয়াহেদুজ্জামানের কন্যা আখি (২৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আলগীবাজার গ্রামের মতিয়ার রহমানের কন্যা শান্তা (২৫), ও নোয়াখালী জেলার সুধারাম থানার গাজীরখেওয়া গ্রামের নুর নবীর কন্যা নীলা (১৯)।
আটককৃতদেরকে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার কদমতলি এলাকার তিতাস আবাসিক হোটেল যেন এক পতিতা পল্লি। কিছুদিন পরপরই এ হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় নারী-পুরুষদের আটক করে পুলিশ। গত বছরের ২৭ আগস্ট তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ পুরুষ ও ২ নারীকে আটক করে পুলিশ। ওই দিন হোটেলটির ২য় তলার দুটি কক্ষ থেকে এই ৭ জনকে আটক করা হয়। এর আগে গত বছরের ১৫ জানুয়ারি এ হোটেলে অভিযান চালিয়ে ৫ তরুণী ও ৯ যুবকসহ মোট ১৪ জনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তবুও এই হোটেলে বন্ধ হচ্ছে না এই অসামাজিক কার্যকলাপ।