জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের যাত্রী ও সর্ব সাধারণের দীর্ঘদিনের দাবী জকিগঞ্জ থেকে সিলেটে গেইট লক বাস সার্ভিস গতকাল সোমবার সকাল সাড়ে আটটা থেকে চালু হয়েছে। এ উপলক্ষে সকাল ৮ টায় পৌর শহরের এমএ হক চত্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট-জকিগঞ্জ মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব রফিক আহমদের সভাপতিত্বে ও মিনিবাস জকিগঞ্জ অফিসের ম্যানেজার দেলোয়ার হোসেন নজরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সহ সভাপতি শাহান মিয়া, বাস মালিক সমিতির সহ সভাপতি জাহাঙ্গীর মিয়া, মিনিবাস মালিক সমিতির জিএম আব্দুল কাদির, জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য সামছুল হক মানিক, সিলেট-জকিগঞ্জ মিনিবাস ড্রাইভার সমিতির সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কলে, বাস ড্রাইভার সমিতির সভাপতি আব্দুল মুহিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, পৌর কাউন্সিলর ময়নুল হক রাজু, আছদ্দর আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান, সোনার বাংলা সমবায় সমিতির এমডি জাফরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মালিক, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়ত করেন মাওলানা ক্বারী আহমদুর রহমান। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে সকাল সাড়ে ৮টার গেইট লক গাড়ীর যাত্রীদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে অতিথিবৃন্দ প্রথম ননষ্টপ গাড়ীর শুভ উদ্ববোধন করেন।
অনুষ্ঠানে মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জের মানুষের দীর্ঘ দিনের দাবী অনুযায়ী জকিগঞ্জ শেওলা-সিলেট সড়কে গেইট লক গাড়ীর ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রতিদিন সকালে এ সড়ক সাড়ে আটটা ও সাড়ে নয়টায় দুটি গেইট লক বাস জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অচিরেই ননষ্টপ গাড়ীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।