বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে স্বচ্ছতা ও জবাবদিহীতামুলক উপজেলা প্রশাসন গঠনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেটের বিভাগীয় পরিচালক মো: আবুল হাসান। বক্তব্যকালে তিনি সমাজের সর্বমহলের সহযোগিতা কামনা করে বলেন, দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি দ্বারা সমাজের দুর্নীতি প্রতিরোধ করা যাবেনা। যতদিন পর্যন্ত সমাজের নেতৃস্থানীয়দের মধ্যে নৈতিকতাবোধ সৃষ্টি না হয় তথদিন পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সিলেটের কর্মকর্তা রনজিৎ চন্দ্র্র কর্মকার, উপজেলা ভূমি কর্মকর্তা মো: সুহেল মাহমুদ, বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা-কর্মকর্তা মো: সোলায়মান হোসেন। শুরুতে দুর্নীতি প্রতিরোধে মূল পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম এনাওর আলী।