বিয়ানীবাজারে কেয়ারটেকার করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

9

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজারে টাঙ্গাইল ফেরত যুবক ও বাড়ির কেয়ারটেকার করোনা আক্রান্তের ঘটনায় বাড়ি লকডাউন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে বসত বাড়িটি লকডাউন করা হয়। পরে ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নগরের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, গত ২৪ এপ্রিল দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের টাঙ্গাইলফেরত যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তাকে হাসপাতাল আইসোলশেনে নেওয়া হয়।
পেশায় স্বর্ণের কারিগর ওই যুবকের সংস্পর্শে থাকা ওই বাড়ির কেয়ারটেকারের নমুনা সংগ্রহ করে গত ২৬ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার কেয়ারটেকারের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসায় বাড়িটি লকডাউন করা হয়।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ বলেন, নতুন করোনা রোগী শনাক্ত হওয়াতে আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন ও রোগীকে সিলেট শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়।