শ্রমিক শোষণ

75

জালাল আহমেদ জয়

শ্রমিক যারা
দুর্বল তারা
বড় যে অসহায়,
অতি শোষণে
তারা যেনো বড়ই নিরূপায়।

কিছু কিছু প্রতিষ্ঠানে
হচ্ছে কতই না শোষণ,
দেখছেনা কেউ চোখ মেলে
কত যে তারা অবহেলিত প্রাণ।

বেতন ভাতা থেকে
শুরু করে আছে যত ভাতা,
সবকিছুতেই পড়ছে যেনো
মালিকের ও ভাটা

আর কতকাল
এমন করে চলবে যে শোষণ ?
শ্রমিকেরা জাগ্রত হয়ে
করো অনশন।

নাই বেতন বাড়ানো
কথায় কথায়
হয় যে ছাঁটানো,
এ কেমন অবস্থা
শ্রমিকের আজ নেই
কোন আস্থা।

সবকিছুতেই প্রয়োজন
প্রশাসনের আবর্তন,
জাগ্রত হও শ্রমিকের দল
করতে হবে
এই সমাজের পরিবর্তন।

আর চাইনা শ্রমিক শোষণ
তাদের করে নিতে হবে আপন,

শ্রমিক যারা
দুর্বল তারা
বড় যে অসহায়,
অতি শোষণে
তারা যেনো বড়ই নিরূপায়।