এক ইউনিয়নে দু’সংসদ প্রার্থী!

239

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে এবার ভোটের মাঠে এক ইউনিয়নের দু’জন সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন। বর্তমান আ’লীগ তথা মহাজোটের প্রবীন প্রার্থী, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তার উত্তর খুরমা ইউনিয়নের অন্য প্রার্থী হলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ’র) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন। ২০১৪ সালে সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিকের সাথে বিএনএফ’র প্রার্থী আশরাফ হোসেন (টেলিভিশন) ছিলেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে শেষ হিসেব-নিকেশে প্রায় ৫হাজার ভোট পড়ে তার বাক্সে। এবারও বিএনএফ’র মনোনীত প্রার্থী হয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনএফ’র প্রধান, ঢাকা ১৭ আসনের সাংসদ এসএম আবুল কালাম আজাদ দেশের ৭৪টি আসনে এবার একক প্রার্থী দিয়েছেন। এর মধ্যে সিলেট-২ আসনে মোশাহিদ খান ও আশরাফ হোসেনকে সুনামগঞ্জ-৫ আসনে মনোনীত করা হয়। আশরাফের দাবি জয়-পরাজয় বড় কথা নয়, তিনি এ আসনে প্রতিবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যাবেন। ১০ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারনা শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাদামপুর গ্রামে তার নিজ বাড়িতে ইসলামপুর, নানশ্রী ও নাদামপুর গ্রামবাসীকে নিয়ে নির্বাচনী এক মতবিনিময় সভা ও শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং ৩০ডিসেম্বর টেলিভিশন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান আশরাফ হোসেন। মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য সুন্দর আলী আঙ্গুরের পরিচালানয় নাদামপুর গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমর উদ্দিন, ছমছু মিয়া, কালা মিয়া, গিয়াস উদ্দিন, আবদুন নুর, খলিলুর রহমান, মহজ্জল হোসেন, ছমছুল আলম, ইসমাঈল আলী, এখলাছ আলী, হোসেন আহমদ, আবদুস শহিদ, আমীর আলী, ইকবাল হোসেন, ফখর উদ্দিন, জসিম উদ্দিন, রহিম উদ্দিন, আশিক আলী, ইসলাম উদ্দিন, আবদুল আলী, আহমদ আলী, শুকুর খাঁ, কদ্দুছ খাঁ, লিটন মিয়া, দিলোয়ার হোসেন, মর্তুজ আলী, রুবেল মিয়া, মুরাদ মিয়া, সাজ্জাদ মিয়া, জাকির, নুর আলী, নুর মিয়া, জমির আলী, মুহিবুর রহমান গেদাই প্রমুখ।