শূন্য আঙ্গিনা

49

ছাদিকুর রহমান

রিক্ত মনে করি বন্দনা
শূন্য এই হৃদয়ের আঙ্গিনা
জমা থাকা কত কথা
কত যে সুরে আরাধ না ॥

কেউ তো এলনা কেউ শুনলনা
চারদিকে শুধু নীরবতা
মনটা হয়ে গেছে যেন চিতায় পুড়া কয়লা
হাসিটুকু অমলিন ফাঁকা জীবনের লেনাদেনা ॥

যে দিকে থাকাই শুধু হাহাকার
বুকের জমিনের বিষাদের খেলা হৃদয় ছারখার
ছিল একটুখানি মনের চাওয়া ॥

ভেঙ্গে দেয় কেন বার বার ঐ পাগলা হাওয়া
বন্ধ মনের অন্ধ চোখ খুলবে তুমি কবে
চিরদিন কি এভাবে তুমি রবে।