স্বাধীনতায় যুদ্ধে অর্জিত পতাকা ও ভূ-খন্ড আমাদেরকেই রক্ষা করতে হবে ——-ইউএনও মুজিবুর রহমান

21

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান বলেছেন, মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গ করে এদেশের দামাল ছেলেরা যুদ্ধে অংশ গ্রহণ করেছিল। দীর্ঘ নয় মাসের যুদ্ধে মুক্তিযোদ্ধারা বাঙালি জাতিকে উপহার দিয়েছে একটি ভূ-খন্ড ও লাল-সবুজের পতাকা। স্বাধীনতায়  যুদ্ধে অর্জিত পতাকা ও ভূ-খন্ড আমাদেরকেই রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও একাত্তরের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন ইতিহাসও তাদের কাছে পৌছে দিতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধারাই রাখতে পারে মূল ভূমিকা। তিনি বলেন, শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে সম্মানী ভাতা প্রদানের প্রচলন করেছেন। যা উত্তর-উত্তর বৃদ্ধি করে উৎসব বোনাস দেয়ারও ব্যবস্থা গ্রহণ করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের সব ধরনের সহযোগিতা দেয়ার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তার উপজেলায় কোন কর্মকর্তা-কর্মচারী মুক্তিযোদ্ধাদের কাজে অবহেলা বা প্রতারণা করলে তা বরদাশত করা হবে না। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাছুম বিল¬াহ। বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার স্বরাজ দাস পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, সিরাজ উদ্দিন, আলহাজ্ব পিয়ারা মিয়া, শাহাবুদ্দিন, আব্দুল কাইয়ূম, লাল মিয়া, মতই মিয়া চৌধুরী, আলতাব আলী, আজর আলী, নিজাম উদ্দিন, লালু মিয়া, আব্দুল খালিক, কুতুব আলী, আবুল বারাকাত, রিয়াজ আলী, শাহজাহান মিয়া, নুরুল হক, শুকুর আলী, জামিল আহমদ, আব্দুল আহাদ, রমা রানী দাস, ওয়াব আলী, মদরিছ আলী, পিনু দাস, খলিলুর রহমান, আবুল কাসেম প্রমুখ।