সিকৃবিতে কৃত্রিম প্রজনন প্রশিক্ষণের সনদ বিতরণ ॥ কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি প্রাণীর জাতের উন্নয়ন করতে হবে

17

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২ মাস ব্যাপি কৃত্রিম প্রজনন প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান ২ ডিসেম্বর (সোমবার) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো: মোহন মিয়ার সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো: নাজমুল হকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম ডা: মো: ইমামুল হক, প্রফেসর সারোয়ার আকরাম আজিজ প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো: ইকবাল হোসেন এবং প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত। বিজ্ঞপ্তি