ছাতকে নিজের গায়ে কেরোসিন ঢেলে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

48

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে শ্বশুর-শাশুড়ির অমানবিক নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহননের চেষ্টায় ব্যর্থ হলেও চিকিৎসাধিন অবস্থায় তিনদিন পর সেই আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন। না ফেরার দেশে চলে গেলেন এই দু’সন্তানের জননী মনি বেগম (৩০)।
জানা যায়, ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির মোল্লাআতা-খোজাখাই গ্রামের আবদুর রহিমের স্ত্রী দু’সন্তানের জননী মনি বেগমের সাথে তার শ্বশুর শাশুড়ির ঝগড়া হয়। বিষয়টি ওইদিন স্থানীয় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন অফিসে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে দেন চেয়ারম্যান আখলাকুর রহমান। এ সময় ইউপি সদস্য-সদস্যা ছাড়াও উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাতে শ্বশুর-শাশুড়ি পুনরায় তার উপর আবারো নির্যাতন শুরু করে। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে নিজের গায়ে কোরোসিন ঢেলে আত্মহননের উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের প্রায় সিংহভাগ অংশই আগুনে পুড়ে যায়। ওইদিন রাতে তাৎক্ষণিক অবস্থায় মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনদিন পর শুক্রবার অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ওই গৃহবধূ।