ছাতকে বিজিবির অভিযানে ২শ’ ৮৩ বোতল ভারতীয় মদ আটক

37

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে বিজিবির অভিযানে ভারতীয় মদের একটি বড় চালান আটক করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের সীমান্ত এলাকায় এসব মদ আটক করা হয়। এ সময় মদক চোরাচালানীরা পালিয়ে যেথে সক্ষম হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াকোট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার লাভলু রহমানসহ বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ২শ’৮৩ বোতল মদ উদ্ধার করে। চোরাচালানীরা ৪টি ভারের মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা দেশের তিনশ’ গজ অভন্তরে প্রবেশ করলে বিজিবি জোয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় চোরাচালানীরা বিজিবির অবস্থান দেখে মদ ফেলে পালিয়ে যায়। এসব মদের মধ্যে ভানতীয় অফিসার চয়েজ ২শ’২৮বোতল ও ব্লুরী ব্ল্যাক ৫৫ বোতল যার বর্তমান বাজার মূল্য সোয়া ৪লক্ষ টাকা প্রায়।