স্টাফ রিপোর্টার :
নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্র“পে বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে টিলাগড় পয়েন্টে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম গ্র“পের মধ্যে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাংলা নববর্ষের দিন এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে নিপু ও জাহাঙ্গীর গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিপু গ্র“পের ছাত্রলীগ ক্যাডাররা টিলাগড় পয়েন্টে গুলি ছুঁড়ে জাহাঙ্গীর গ্র“পের নেতাকর্মীদের খুঁজতে থাকে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পরই জাহাঙ্গির গ্র“পের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। উভয় পক্ষের মধ্যে প্রায় আধঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধকালে টিলাগড় পয়েন্টের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট। একপর্যায়ে জাহাঙ্গীর গ্র“পের নেতাকর্মীরা গোপালটিলায় নিপু গ্র“পের এক নেতার বাসায়ও হামলা করেন। ছাত্রলীগের বন্দুকযুদ্ধের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।