রমজান এলো

56

সাইয়িদ রফিকুল হক

মাহে রমজান এলো আবার
সংযমেরই শিক্ষা নিয়ে,
আমরা সবাই মুমীন হবো
একটুখানি পরীক্ষা দিয়ে।

নেশার ঘরে আগুন দিবো
সত্যপ্রদীপ জ্বালবো মনে,
নিজের সুখে থাকবো ডুবে
লোভ করি না পরের ধনে।

মুখে-মুখে আল্লাহর নামে
আর কোরো না ভণ্ডামি,
তোমার পাপ যে দেখেন তিনি
তিনি মহান অন্তর্যামী।

মাহে রমজান এলো আবার
ভুল কোরো না আগের মতো,
মুমীন হলে প্রভুর কাছে
হও না এবার চিরনত।