শাবি ভিসিকে ৪ দিনের আল্টিমেটাম

36

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই বিভাগীয় প্রধানের পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ক্যাম্পাস। শিক্ষকদের সাথে অসদাচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করতে শাবি ভিসিকে আগামী রবিবার সকাল ৯ টা পর্যন্ত আল্টিমেটাম (সময়সীমা) দিয়েছে মুক্তিযুদ্ধেও চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। গত বুধবার রাত ৯ টায় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন ওই পরিষদের শিক্ষক নেতারা।
শাবির ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক জানান, শিক্ষক পরিষদের পক্ষ থেকে রবিবার পর্যন্ত ভিসিকে আল্টিমেটাম দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের স্পেস বন্টন নিয়ে কিছুদিন আগে দুজন সিনিয়র শিক্ষকের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সোমবার সকালে কয়েকজন শিক্ষক ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার সাথে দেখা করেন। এ সময় শিক্ষকদের সাথে ভিসির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জের ধরে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরীফ মো. শরাফ উদ্দিন পদত্যাগ করেন।