স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট’র অধীন বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের চার জেলায় ৭৫টি কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় নকলের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫৩ পরীক্ষার্থী। বহিষ্কৃতদের মধ্যে হবিগঞ্জের ২ জন এবং একজন সুনামগঞ্জের। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে সিলেট জেলার ২৬৭ জন, হবিগঞ্জের ৭৬ জন, মৌলভীবাজারের ১২১ জন এবং সুনামগঞ্জ জেলার ৮৯ জন পরীক্ষার্থী রয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এমএ মান্নান ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৫৫৩ জন অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এইচএসসি পরীক্ষার নিরাপত্তা বিধানে সিলেটে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বেও নিয়োজিত রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১-এর তিন প্লাটুন বিজিবি সদস্যরা সিলেটের রাজপথে সার্বক্ষণিক টহল জোরদার রেখেছেন। কড়া নিরাপত্তায় রয়েছে পরীক্ষা কেন্দ্রগুলো। এছাড়াও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যাটালিয়ন সদর ও বিজিবি সিলেট সেক্টরেও প্রয়োজনীয় বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। বিজিবি সিলেটে জ্বালানী তৈল সরবরাহে কৈলাশটিলা গ্যাসফিল্ড থেকে তৈল পরিবাহী লরী/ট্রাক বহরকে নিরাপত্তা প্রহরা দিচ্ছে।